সিলেটে ছাত্র ‘অপহরণের চেষ্টা’, যুবক আটক

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 08:19 AM
Updated : 6 Oct 2015, 08:19 AM

মঙ্গলবার বেলা ১২টার দিকে কালিঘাট এলাকা থেকে আব্দুল মতিন (২৮) নামের ওই যুবককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আব্দুল মতিন লালদিঘীর পাড় এলাকার বাসিন্দা। তিনি একটি খাবার হেটেলে কাজ করেন।

কোতোয়ালি থানার এএসআই জামাল তালুকদার জানান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রুম্মান মাহমুদ রাহীকে তুলে নেওয়ার চেষ্টাকালে রুম্মানের স্বজনরা মতিনকে ধরে বিদ্যালয়ে নিয়ে আসেন। 

পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি জামাল।

নগরীর রায়নগরের বাসিন্দা শফিক মিয়ার ছেলে রুম্মান মাহমুদ রাহী সাংবাদিকদের জানায়, কয়েকদিন ধরে মতিন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। বুধবার স্কুল থেকে যাওয়ার পথে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে।

বিষয়টি রুম্মান তার অভিবাবকদের জানালে স্থানীয়দের সহায়তায় তারা মতিনকে আটক করেন বলে রুম্মান জানায়।