গির্জার ফাদারকে হত্যার চেষ্টায় ‘শিবিরকর্মী’ আটক

পাবনার ঈশ্বরদীতে খ্রিস্টান যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 06:24 AM
Updated : 13 Oct 2015, 08:39 AM

আটক ওবায়দুর রহমান (২২) উপজেলার আওতাপাড়া গ্রামের আবু সামাদের ছেলে।

সে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএমএ জাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে আওতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

(ফাইল ছবি)

ফাদারকে হত্যা চেষ্টার ঘটনায় ওবায়দুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকার পৌর এলাকার স্কুলপাড়ায় নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন

আহত লুক সরকার জানিয়েছেন, কয়েকদিন আগে দুই যুবক ফোন করে তার কাছে ধর্মবাণী শুনতে চায়। সেই দুইজনসহ তিনজন হঠাৎ করেই সকালে একটি মোটরসাইকেলে করে তার বাসায় আসে।

তারা বসার ঘরে বসে কিছুক্ষণ কথা বলে এবং কয়েকটি বই নেড়েচেড়ে দেখে। এক পর্যায়ে তারা মুখ চেপে ধরে গলায় ছুরি চালানোর চেষ্টা করে বলে ফাদার লুক জানান।

ওই তিন যুবকের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ফাদার লুক। 

লুক সরকার সাতক্ষীরার তালা উপজেলার বোনালীপাড়া গ্রামের বাণীকান্ত সরকারের ছেলে। ঈশ্বরদী পৌর এলাকায় মনিরুল ইসলাম মনির নামে এক ব্যক্তির বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকেন।

গির্জায় দায়িত্ব পালনের পাশাপাশি বাড়িতে চেম্বার খুলে হোমিওপ্যাথি চিকিৎসা করেন ফাদার লুক।

হামলার ঘটনায় সোমবারই অজ্ঞাত পরিচয় কয়েকজনের নামে মামলা হয়েছে।