দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 05:19 AM
Updated : 6 Oct 2015, 03:54 PM

আটক রহমত উল্লা (২০) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার দেইলপাড়ার আমির আহমদের ছেলে বলে জানিয়েছেন টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদরের নাফনদী সংলগ্ন এক নম্বর স্লুইসগেট এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দলের হাতে রহমত ধরা পড়েন বলে জানান তিনি ।

“মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে সেখানে আগে থেকে অবস্থান নিয়েছিলেন বিজিবির সদস্যরা। রাতে এক ব্যক্তি বড় পলিথিন ব্যাগ নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।”

 “এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তার ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়,” বলেন বিজিবি কর্মকর্তা হান্নান।

উদ্ধার ইয়াবার বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা হতে পারে বলে জানান তিনি।