মিয়ানমার নাগরিকসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের নাগরিকসহ তিন জনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 10:32 AM
Updated : 5 Oct 2015, 10:32 AM

তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সোমবার ভোর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর ৪ নম্বর স্লুইচ গেইট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আব্দুল হান্নান খান।

আটকরা হলেন সাবরাং জিন্নাপাড়ার মো. আনু মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২২), মো. খলিলুর রহমানের ছেলে মো. শাহ আলম (২৫) এবং মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার কায়ুকখালী এলাকার মো. জোবায়ের হোসেনের ছেলে মো. রিয়াজ হোসেন (২২)।

মেজর হান্নান জানান, নাফ নদী দিয়ে ইয়াবার চালান আসার খবর পেয়ে বিজিবি অভিযান চালায়।

“বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে নৌকাসহ তাদের আটক করা হয়।”

পরে তাদের দেহ তল্লাশি করে দুইটি প্যাকেট থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

মেজর হান্নান বলেন, “মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।”