সিলেটে মঙ্গলবার থেকে বাস ধর্মঘট

হবিগঞ্জে দুর্ঘটনার জেরে সিলেটে বাস কাউন্টারে অগ্নিসংযোগ ও ভাংচুরকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার থেকে সিলেটে দূরপাল্লার বাস ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 10:04 AM
Updated : 5 Oct 2015, 10:04 AM

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সোমবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করে।

এছাড়া শুক্রবারের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন তারা।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট আহবান করা হয়েছে। এর ফলে সিলেট থেকে দেশের কোনো রুটে দূরপাল্লার বাস চলাচল করবে না।

হামলাকারীদের আগামী শুক্রবারের মধ্যে গ্রেপ্তার না করলে শনিবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে বলেও তিনি জানান।

গত শুক্রবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের স্ত্রী ও ছেলেসহ ছয় জন নিহত হন।

এ ঘটনার পর ওইদিনই রাত ২টার দিকে কদমতলী বাস টার্মিনালে হানিফ পরিবহনের কাউন্টারে ব্যাপক ভাংচুর চালায় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল লোক।

এ ঘটনায় হানিফ পরিবহনের ম্যানেজার মোহাম্মদ ওলি আহাদ গত শনিবার অজ্ঞাত পরিচয় ৪০-৪৫ জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেছেন।