নোয়াখালীর 'রাজাকার' আমির আলী গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালীর আমির আহম্মদ ওরফে আমির আলী রাজাকারকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 08:22 AM
Updated : 5 Oct 2015, 09:59 AM

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুরের জেলা শহরের উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত মোজাফফর আহম্মদের ছেলে আমির আলী জেলার তালিকাভুক্ত ২ নম্বর রাজাকার।”

নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বলেন, আমির আলীকে জেলার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমির আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।