ট্রেন পোড়ানোর মামলায় বিএনপি নেতা কারাগারে

ট্রেনে অগ্নিসংযোগের মামলায় সিরাজগঞ্জের সাময়িক বহিষ্কৃত পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 08:16 AM
Updated : 5 Oct 2015, 08:16 AM

সোমবার সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জাফরোল হাছান এ আদেশ দেন।

আসামির আইনজীবী মীর রুহুল আমিন বাবু জানান, ২০১০ সালের ১১ অক্টোবর সদর উপজেলার সয়দাবাদ এলাকার মূলিবাড়ি রেল ক্রসিংয়ের কাছে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা চলাকালে ট্রেনের ধাক্কায় সাত জন নিহত হয়।

ওই সময় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানান তিনি।

“ওই ঘটনায় দায়ের হওয়া চারটি মামলার অভিযোগপত্রে মোকাদ্দেস আলীর নাম রয়েছে।”

দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আদালতে হাজির হয়ে ওই চার মামলায় জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করেন বলে জানান তার আইনজীবী রুহুল আমিন।   

ইতোমধ্যে দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে গত ৬ অগাস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে এম মোকাদ্দেছ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।