বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর

শারদীয় দুর্গোৎসবের নবমী ও দশমীর তিথি এবার একই দিনে পড়ায় বিজয়া দশমীর সরকারি ছুটি এক দিন এগিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 07:50 AM
Updated : 5 Oct 2015, 10:21 AM

২৩ অক্টোবরের পরিবর্তে এবার ২২ অক্টোবর বৃহস্পতিবার সারা দেশে বিজয়া দশমীর ছুটি থাকবে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর ছুটির তারিখ পরিবর্তনের বিষয়টি জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত জানানোর আগে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জানাতে চাই। এটা ঠিক ক্যাবিনেটের সিদ্ধান্ত না, সরকারের সিদ্ধান্ত। বিষয়টা ক্যাবিনেটে এসেছিল, প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিয়েছেন।

“জনপ্রশাসন মন্ত্রণালয়ের করা আমাদের ছুটির তালিকায় ২৩ অক্টোবর হচ্ছে বিজয়া দশমী। এই দিন সরকারি ছুটি। সরকারের গোচরে এসেছে, আসলে বিজয়া দশমী হবে ২২ অক্টোবর। এটা অনেক সময় হয়। তিথির বিষয় আছে।”

চলতি বছরের সরকারি ছুটির তালিকায় বিজয়া দশমীর সরকারি ছুটির দিন ঠিক রাখা হয়েছিল ২৩ অক্টোবর।

কিন্তু হিন্দু পঞ্জিকার তিথি অনুযায়ী ২২ তারিখই দশমীর তিথি হওয়ায় ছুটির তারিখ বদলের দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যান দুর্গতিনাশিনী দেবী দুর্গা, যার মর্ত্যে আগমন উদযাপনে প্রতি শরতে দুর্গোৎসব পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।   

পূজার আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হয়।