সামগ্রিক পরিস্থিতি মাথায় রেখে পূজার নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বিদেশি নাগরিক হত্যাসহ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 06:43 PM
Updated : 4 Oct 2015, 06:43 PM

রোববার সচিবালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকের বলেন, “আসন্ন পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও আনসার সদস্যরা থাকবে। প্রয়োজনে বিজিবিকেও কাজে লাগানো হবে।”

সম্প্রতি ঢাকার গুলশান ও রংপুরে দুর্বৃত্তের গুলিতে দুই বিদেশি খুন হওয়ায় নিরাপত্তা নিয়ে মানুষের সংশয় এড়াতে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এই দুই বিদেশি হত্যাসহ সামগ্রিক বিষয় মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি মাসের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হবে।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি জানান, সারা দেশে এই বছর অন্তত ২৮ হাজার ৫০০ মণ্ডপে পূজা হবে। রাজধানীতে মণ্ডপের সংখ্যা ২২২টি।