সাংসদ লিটনের অস্ত্রের লাইসেন্স বাতিল

এক শিশুকে গুলি করার অভিযোগ ওঠার পর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 06:12 PM
Updated : 4 Oct 2015, 06:12 PM

রোববার রাতে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ  এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাতে সাংসদের স্ত্রীর বড় ভাই সুন্দরগঞ্জ থানায় ব্যবহৃত একটি পিস্তল ও একটি শটগান  জমা দেন।

আব্দুস সামাদ  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো লাইসেন্সকৃত অস্ত্র অপব্যবহার বা জননিরাপত্তার জন্য হুমকি মনে হলে সেই অস্ত্রের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। জনগণের নিরাপত্তার স্বার্থে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।”
   
শুক্রবার সকালে আওয়ামী লীগ এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই শিশুর বাবা সাজু মিয়া সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।