নীলফামারীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নীলফামারী সদর উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 04:00 PM
Updated : 4 Oct 2015, 04:00 PM

রোববার উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কিছামত মিলবাজার গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান।

নিহত ইসমত আরা বেগম (৩০) ওই এলাকার আসাদুল ইসলামের স্ত্রী।

নিহতের বড় ভাই আজিজুল ইসলাম বলেন, তার বোন ইসমতের সঙ্গে ১০ বছর আগে পঞ্চপুকুর ইউনিয়নের রশিদুল ইসলামের ছেলে আসাদুল ইসলামের বিয়ে হয়। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ চলছিল।

“এর জেরে শনিবার রাতে ইসমতকে তার স্বামী আসাদুল ও তার পরিবারের লোকজন পিটিয়ে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।”

ওসি বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইসমতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।