নীলফামারীর বড়মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নীলফামারীর শহরের বড়মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 12:51 PM
Updated : 5 Oct 2015, 07:49 AM

রোববার জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের আয়োজনে শহরের ডিসির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে বড়মাঠে এক প্রতিবাদ সভা মিলিত হয়। এরপর মাঠে ধানের চারা রোপণ করেন তারা।

প্রতিবাদ সভায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, খেলোয়ার ওয়াদুদ রহমান, জ্যোতিনময় রায় খোকন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯১৪ সালে তৈরি বড়মাঠটি দখলদারদের দৌরাত্ম্যে দিন দিন খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ছে।

মাঠটি দ্রুত সংস্কার করে খেলাধুলার উপযোগী করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানান তারা।

কর্মসূচিতে জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা ফটুবল রেফারিস এসোসিয়েশন ছাড়াও নানা পেশাজীবী সংগঠন ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।