গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবি

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 12:46 PM
Updated : 4 Oct 2015, 01:34 PM

রোববার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা শাখা।

মানববন্ধনে ওই ছাত্রীর মা বলেন, “মামলার পরও পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী। আমি আপনার কাছে আমার মেয়েকে ফেরত পাওয়ার আকুল আবেদন জানাই।”

অবিলম্বে মেয়েকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, মহিলা পরিষদের জেলা সভাপতি আমাতুর নুর ছড়া, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ প্রমুখ।

ওই স্কুলছাত্রীর পরিবারের বরাত দিয়ে সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, স্কুলে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে ফুলছড়ি উপজেলার জোরভিটা এলাকার অপু মিয়া ও মিঠু মিয়াসহ কয়েকজন বখাটে মেয়েটিকে (১৪) উত্ত্যক্ত করত।

“গত বৃহস্পতিবার শহরের থানাপাড়ার একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ওই বখাটেরা তাকে অপহরণ করে। শনিবার মেয়েটির বাবা এজাদুল হক পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন।”

মেয়েটিকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।