সংঘর্ষের পর সোহরাওয়ার্দী মেডিকেল বন্ধ

দুই পক্ষের সংঘর্ষের পর ঢাকার শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 12:43 PM
Updated : 4 Oct 2015, 12:43 PM

মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, ছাত্র-ছাত্রীদের রোববার বিকালের মধ্যে ছাত্রাবাস ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

“ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা দেওয়া নিয়ে কলেজের দুটি সাংস্কৃতিক সংগঠনের মধ্যে দুপুরে সংঘর্ষ হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।”

কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া ও হাসপাতালের সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংঘর্ষের ঘটনায় কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা ছিল কি না জানতে চাইলে বিএমএ’র কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক উত্তম বলেন, “কালচারাল সংগঠন দ্য বিটস ও স্ফুরণের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ৪-৫ জন আহত হয়েছে; একজনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে।”

শেরেবাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মতবিরোধের জেরে সংঘর্ষ হয়েছে শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ বন্ধের ঘোষণা দিয়েছে বলে জেনেছি।”

কলেজের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।