ময়মনসিংহে আইএস সন্দেহে আটক ৩ জন রিমান্ডে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আইএসের সঙ্গে জড়িত সন্দেহে আটক স্কুল ছাত্রসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 12:04 PM
Updated : 4 Oct 2015, 12:04 PM

এদের মধ্যে দুজন হলেন মিজানুর রহমান মিজান ও বদিউল হাসান। অপরজন স্কুলছাত্র হওয়ায় পরিচয় প্রকাশ করা হলো না।

ময়মনসিংহের ৪ নম্বর আমলী আদালতের বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রোববার এ আদেশ দেন।

ময়মনসিংহ ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, তিনি নিজে বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় এ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন।

“ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত (রিমান্ড) চেয়ে দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়।”

শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জের সোহাগী স্কুলের সামনে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ শিরোনামে একটি পোস্টার দেওয়ালে লাগানোর সময় দশম শ্রেণির এক ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে জেলা ডিবি ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমান মিজান ও বদিউল হাসানকে আটক করে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচজনকে আটক করা হয়েছে।