পিত-পুত্রের মারামারি ঠেকাতে গিয়ে মৃত্যু

মাদারীপুর সদরে বাবা-ছেলের মারপিট ঠেকাতে গিয়ে ইটের আঘাতে এক যুবক মারা গেছেন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 09:28 AM
Updated : 4 Oct 2015, 09:28 AM

মাদারীপুর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, শুক্রবার দুপুরে দক্ষিণ খাগছাড়া গ্রামে ইকবাল কাজী (২০) আহত হন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ইকবাল কাজী দক্ষিণ খাগছাড়া গ্রামের জাহিদ কাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দক্ষিণ খাগছাড়া গ্রামের হাতেম মল্লিক ও তার ছেলে নুর নবীর মধ্যে বিবাধ বাধে, যা এক পর্যায়ে মারপিটে গড়ায়।

“তাদের চিৎকারে প্রতিবেশী ইকবাল ছুটে গিয়ে পিতা-পুত্রের মারপিট ঠেকাতে গেলে তাদের কোনো একজনের ছোড়া ইটের আঘাতে ইকবাল মাথায় গুরুতর আঘাত পান।”

ওসি বলেন, এরপর তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি মোর্শেদ।

এদিকে ইকবালের বাবা জাহিদ কাজীর অভিযোগ- তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।