বাংলাদেশে আইএস নেই: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জঙ্গি তৎপরতা পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশে দুই বিদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি দল আইএসের জড়িত থাকার কথা বললেও বাংলাদেশে তেমন কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 08:32 AM
Updated : 4 Oct 2015, 09:52 AM

তিনি বলেছেন, “এখনো পর্যন্ত বলতে পারি আমাদের এখানে আইএস বা তেমন কোনো সংগঠনের তৎপরতা গড়ে উঠতে পারেনি।”

জাতিসংঘ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর নিয়ে অভিজ্ঞতা জানাতে রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় এনজিওকর্মী চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়। আর শনিবার সকালে রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

দুই ঘটনার পরই আইএস এর দায় স্বীকার করেছে বলে খবর দেয় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

তবে এর সঙ্গে আইএস এর সম্পৃক্ততার প্রমাণ মেলেনি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এসব হত্যাকাণ্ডের পেছনে ‘অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র’ রয়েছে বলে তিনি মনে করেন। 

একজন সাংবাদিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা বলেন, “জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, বাংলা ভাই- এগুলো আমাদের দেশে সৃষ্টি করা হয়েছিল। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, অ্যারেস্ট করেছি। আর আমাদের দেশে কিছু কিছু লোক তো খুব উৎসাহিত হয়ে ওদিকে যাওয়ার জন্য আগ্রহী হয়ে পড়ে… এটাই তো সমস্যা।”

এ ধরনের ঘটনা বন্ধে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ‘সঙ্গে সঙ্গে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

“এ ধরনের সন্ত্রাসবাদের কোনো স্থান বাংলাদেশে হোক, তা আমরা চাই না, তা হতে দেব না, এটা হল বাস্তব কথা,” বলেন প্রধানমন্ত্রী।