গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাতের স্ত্রী গ্রেপ্তার

গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 04:29 AM
Updated : 4 Oct 2015, 08:01 AM

মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হাসান জানান, রোববার ভোররাতে মালিবাগের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। 

নির্যাতনের এ মামলায় শাহাদাতও আসামি। তাকে এখনো খুঁজছে পুলিশ। 

গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়।

পুলিশের ভাষ্য, পল্লবীর সাংবাদিক কলোনি থেকে মাহফুজা আক্তার হ্যাপি নামে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক।   

পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। পরে সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।

সাংবাদিক মোজাম্মেল এ ঘটনায় শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করলে নিরুদ্দেশ হন জাতীয় দলের এই ক্রিকেটার ও তার স্ত্রী।

আগামী ১২ অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথা রয়েছে।

নির্যাতনের যে বর্ণনা হ্যাপি আদালতের জবানবন্দিতে দিয়েছে, তাতে বলা হয়েছে, শাহাদাত রুটি বানানোর বেলন দিয়ে তাকে পিটিয়ে পরে আবার আঘাতের স্থানে বরফ লাগাতেন।

চোখের উপর অংশে বেশ কয়েকবার বেলন দিয়ে পেটানো হয়েছে বলেও আদালতকে জানিয়েছে মেয়েটি।

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় শাহাদতকে জাতীয় দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।