কুনিও খুন: রংপুরে ২ বিএনপি নেতাকে আটকের অভিযোগ

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি খুন হওয়ার পর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে তাদের স্বজনরা অভিযোগ করেছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 07:45 PM
Updated : 3 Oct 2015, 07:45 PM

এরা হলেন-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু এবং বিএনপির মহানগর কমিটির সদস্য রাশেদুন নবী খান বিপ্লব।

আনিছুর রহমানের স্ত্রী রেজানা রেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর শহরের নূরপুর এলাকার বাড়ি থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যায়।”

রাশেদুন নবী খানের স্ত্রী শিরিন আকতার বলেন, “সাদা পোশাকে পুলিশ সদস্যরা সন্ধ্যা ৬টার পরপর শহরের গুপ্তাপাড়ার বাড়ি থেকে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে।”

রাশেদুন নবী খান বিপ্লব ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেলের ছোট ভাই বলেও জানান তিনি।

সকালে রংপুরের কাউনিয়া উপজেলায় জাপানি নাগরিক কুনিও হোশি খুন হওয়ার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে লাকু ও বিপ্লবের স্ত্রী দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপানি নাগরিক খুনের ঘটনায় বিএনপির কোনো নেতাকে আটক করার তথ্য তার কাছে নেই।