রোববার ভারত যাচ্ছে যুব প্রতিনিধি দল

ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের একশ সদস্যের একটি যুব প্রতিনিধি দল রোববার সেদেশে সফরে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 05:10 PM
Updated : 3 Oct 2015, 05:10 PM

‘হান্ড্রেড-মেম্বার বাংলাদেশি ইয়াং ডেলিগেশন’ নামে এই দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের তরুণ সাংবাদিক ছাড়াও তরুণ প্রকৌশলী ও শিল্পী রয়েছেন।

গুলশানের ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে শনিবার প্রতিনিধি দলের সদস্যেদের উপস্থিতিতে ঢাকায় ভারতের হাই কমিশনের কর্মকর্তারা সফরের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।

এসময় ঢাকায় ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ, গায়ক পার্থ বড়ুয়া ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের যুব প্রতিনিধি দলের সদস্যরা নয়া দিল্লি, আগ্রা, জয়পুর ও কলকাতার বিভিন্ন ঐতিহাসিক ও প্রসিদ্ধ স্থান দর্শন করবেন।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, আইটি বিশেষজ্ঞদের সঙ্গেও মিথষ্ক্রিয়াও হবে এই যুব প্রতিনিধি দলের সদস্যদের।

বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

২০১২ সালে প্রথমবারের মতো বাংলাদেশর একশ যুব প্রতিনিধি ভারত সফর করে।