আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড: ৫ ইউনিটে উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে সরকারি ও বেসকারি মিলে পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2015, 04:43 PM
Updated : 18 Sept 2015, 06:38 PM

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরিত হয়ে আগুন লাগে।

সাজ্জাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ইউনাইটেড, মিডল্যান্ড, প্রিসিশন ও অ্যাগ্রিকো পাওয়ারের চারটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।”

এগুলোর মধ্যে আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটের উৎপাদনক্ষমতা ১৫০ মেগাওয়াট এবং বাকি চারটির মোট উৎপাদনক্ষমতা ২৫৪ মেগাওয়াট।

সাজ্জাদুর রহমান বলেন, এসব ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ যে ট্রান্সফর্মারের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়, সেটাতে কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে।

নিরাপত্তামূলক পদক্ষেপ হিসাবে বিস্ফোরণের পরপরই স্বয়ংক্রিয়ভাবে সুইচ বন্ধ হয়ে যাওয়ায় এসব ইউনিটের কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি।

রাত ৯টায় আশুগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ইউনিটগুলো চালু হয়নি।

এগুলো চালুর চেষ্টা চলছে এবং শিগগরিই এগুলো চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।