বিআরডিবিতে নিয়োগ: ঢাকার এক কেন্দ্রে পরীক্ষা বাতিল

আসন বিন্যাস নিয়ে ‘গোল বাঁধায়’ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগে ঢাকার একটি কেন্দ্রের পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2015, 01:17 PM
Updated : 18 Sept 2015, 01:17 PM

বিআরডিবি উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল হাকিম জানান, শুক্রবার বিকাল ৩টায় কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর পর পরই ওই কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা কেন্দ্রের আসন বিন্যাস নিয়ে ‘গোল বাধাঁলে’ কেন্দ্রের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

“এছাড়া রাজধানীর বাকি চার কেন্দ্রে- মতিঝিল আইডিয়াল স্কুল, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে- পরীক্ষা ভালভাবেই সম্পন্ন হয়েছে।”

বাতিল করা কেন্দ্রটির পরীক্ষার বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান জানান আব্দুল হাকিম।

এক ঘণ্টার এই লিখিত পরীক্ষায় ১৮টি পদের জন্য ২২ হাজার প্রার্থী আবেদন করে বলে জানান বিআরডিবির এই কর্মকর্তা।

এবিষয়ে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই স্কুলকেন্দ্রে মোট চার হাজার ৯০০ জনের পরীক্ষার দেওয়া কথা ছিল। কিন্তু আসনসংখ্যা তার চেয়ে কম থাকায় পরীক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হলে কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল ঘোষণা করে।”