ঢাকা-চট্টগ্রাম ট্রেন আবার বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পূর্বাঞ্চলের ট্রেন সাত ঘণ্টা বন্ধ থাকার ২৪ ঘন্টা না যেতেই আবার বন্ধ রাখা হলো মেরামত কাজের জন্য।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2015, 06:43 AM
Updated : 14 Sept 2015, 08:12 AM

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান জানান, সোমবার সকাল ১০টায় আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে লাইনের মেরামত কাজ শুরু হয়।

“এ কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।”

এতে সকাল থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর তুর্ণা নিশিথা এক্সপ্রেস আখাউড়া এবং ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ভৈরব স্টেশনে আটকা পড়ে বলে জানান তিনি।

তবে, কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাননি এই কর্মকর্তা।

আগের দিন রোববার তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।