চট্টগ্রামে সড়ক অবরোধে শিক্ষায় ভ্যাটবিরোধী শিক্ষার্থীরা  

উচ্চ শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশ আধা ঘণ্টা অবরোধ করে রেখেছিল বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2015, 07:04 AM
Updated : 12 Sept 2015, 07:46 AM

শনিবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কের নামার আধা ঘণ্টা পর পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

ঢাকা ও চট্টগ্রামে শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভের মধ্যে সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে না।

তবে ওই ভ্যাট সরকারকে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ব্যয়ই বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করে আন্দোলন অব্যাহত রয়েছে।     

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মো. সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার এবং সোমবারও আমরা একই কর্মসূচি পালন করব।”

সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই অংশেই যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িবহর ওই সড়ক অতিক্রম করে।

চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে আমরা গিয়ে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করি।”

এর আগে গত বৃহস্পতিবার সকালেও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করেছিল।

ওই দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুরো ঢাকা অচল হয়ে পড়ার পর সরকার শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেবে না বলে জানায়।