মক্কায় ক্রেইন আছড়ে পড়ার সেই মুহূর্ত

মাগরিবের নামাজের আগে বহু মানুষ যখন মক্কার মসজিদ আল-হারামে জড়ো হচ্ছিলেন, তখনই হঠাৎ ভেঙে পড়ে বিরাট আকৃতির একটি ক্রেইন, যার বিবরণ এসেছে প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশির জবানিতে।

আশিক হোসেনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2015, 08:26 PM
Updated : 11 Sept 2015, 08:26 PM

হজ উপলক্ষে মক্কায় অবস্থানরত শামসুদ্দিন আহমেদ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাগরিবের আগে প্রচণ্ড বালু ঝড় হয়। এ সময় ক্রেইনটি ভেঙে পড়ে।”

হজের প্রস্তুতির মধ্যেই শুক্রবার সন্ধ্যার আগে মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরিফ ঘিরে থাকা মসজিদ আল-হারামে এ দুর্ঘটনায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন।

আহত দেড় শতাধিক মানুষের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি রয়েছেন বলে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মসজিদের সম্প্রসারণ কাজের জন্য রাখা ক্রেইনটি পৌনে ৬টার দিকে প্রবল ঝড়ো হাওয়ার মধ্যে মসজিদের চতুর্থ তলার ওপর আছড়ে পড়ে।

শামসুদ্দিন আহমেদ বলেন, “আমাদের চোখের সামনে বহু মানুষকে আহত নিহত হতে দেখেছি।”

ঘটনাক্রমে একাধিক ব্যক্তির মোবাইল ফোনের ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্তটি ধরা পড়ে, যা অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ইউটিউবে আসা এরকম একটি ভিডিওতে দেখা যায়, দীর্ঘ একটি ক্রেইন মসজিদের ওপর আছড়ে পড়ছে এবং এই দৃশ্য দেখে আল্লাহকে ডাকতে শোনা যায় কয়েকজনকে।

আরেকটি ভিডিওতে বিকট শব্দে ক্রেইনটি আছড়ে পড়ার মুহূর্ত এবং এরপর ইহরাম পরিহিত পূণ্যার্থীদের ছুটোছুটি করতে দেখা যায়; শোনা যায় তাদের আতঙ্কিত চিৎকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেইসবুকে জানিয়েছেন, মক্কার জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের সবাই শঙ্কামুক্ত।