শরীয়তপুরে গাছ ও দেয়াল চাপায় নিহত ২

শরীয়তপুরে গাছের নিচে চাপা পড়ে এবং ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 01:33 PM
Updated : 5 Sept 2015, 01:33 PM

শুক্রবার বিকালে নড়িয়া উপজেলার রাজনগর হাঁসের কান্দি গ্রামে গাছের নিচে চাপা পড়ে লাল চান বাদশার (২৫) মৃত্যু হয়। আর রাতে সদর উপজেলার গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে দেয়াল চাপা পড়ে নিহত হন নুরে আলম শেখ (২৬)।

লাল চান কুড়িগ্রামের রৌমারী থানার টেগানী ঝগড়ারচর গ্রামের আব্দুর রাজ্জাক আকনের ছেলে।  আর নুরে আলম মাদারীপুর সদরের ছয়না গ্রামের মৃত আব্দুর রব শেখের ছেলে। এরা দুজনেই শ্রমিক।

নড়িয়া থানার এসআই মনিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে নড়িয়া উপজেলার রাজনগর হাঁসের কান্দি গ্রামে দেলোয়ার হোসেনের পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় পুকুরপাড়ের একটি গাছ উল্টে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান লাল চান।

এঘটনায় নিহতের ভাই সাবুল বাদশা বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করলেও এখনও কেউ আটক হয়নি বলে জানান এসআই মনিরুল।

পালং মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ চলার সময় সিমেন্টভর্তি একটি ট্রাক কলেজের গেট দিয়ে ভেতরে ঢোকার সময় ধাক্কা লেগে গেট ভেঙে পড়ে। গেটের নিচে কাজ করতে থাকা নির্মাণশ্রমিক নুরে আলম শেখ গেটের নিচে চাপা পড়েন।  তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তিনি মারা যান।

এ ঘটনায় পালং মডেল থানার এসআই জাফর ইকবাল বাদী হয়ে ট্রাকচালক মোহাম্মদ হোসেন মিজি ও হেলপার রুহুল আমিনের নামে মামলা করেছেন বলে জানান ওসি মনিরুল।

ওই দুজনকে ট্রাকসহ আটক করা হয়েছে বলেও তিনি জানান।