সাম্প্রদায়িক আক্রমণে কোনো ছাড় নয়: আশরাফ

সাম্প্রদায়িক সন্ত্রাস সরকার কোনোভাবে সহ্য করবে না বলে হুঁশিয়ার করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 12:19 PM
Updated : 5 Sept 2015, 12:19 PM

শনিবার রাজধানীর পলাশী মোড়ে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

আশরাফ বলেন, “আমি খুব ব্যথিত, বাংলাদেশে এখনও সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়, ব্যবসা-প্রতিষ্ঠান দখল হয়। যারা এ ধরণের আক্রমণ করে, তারা কাপুরুষ।

“প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া আছে, যারা হিন্দুদের ওপর আক্রমণ করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ধর্মীয় পরিচয় বিবেচনা করে নাগরিকদের বিভাজন করবে না বলেও মন্ত্ব্য করেন আশরাফ।

জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনও ছিলেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য হাজি সেলিম প্রমুখ।

পলাশী মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর, পল্টন, গুলিস্তান হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। 

এদিকে সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রী চৈতন্য সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শোভাযাত্রা হয়।