ঝালকাঠীতে ১২ মামলার আসামি এক নারী গ্রেপ্তার

ঝালকাঠিত সদরে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়াসহ এক ডজন মামলার পলাতক আসামি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 11:55 AM
Updated : 5 Sept 2015, 11:55 AM
গ্রেপ্তারকৃত আয়শা খাতুন (৫৫) সদর উপজেলার নৈকাঠী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

ঝালকাঠী সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, শনিবার সকালে নৈকাঠী গ্রাম থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর বিরুদ্ধে ২০১৩ সালে ঢাকার পল্টন থানায় ১২টি মামলা হয়।

“ঢাকার আল আকসা নামের একটি এনজিওর মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই নারী ও তার ছেলে সাইদুর রহমানকে আসামি করে মামলাগুলো করা হয়।”

এর আগে মামলার প্রধান আসামি সাইদুর রহমান ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

দুপুরে আদালতের মাধ্যমে আয়শা খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।