ডিবি পরিচয়ে অপহরণ: ৭ সদস্য গ্রেপ্তার

ডিবি পরিচয়ে অপরহণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 11:20 AM
Updated : 5 Sept 2015, 11:20 AM

শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মো. জসিম উদ্দিন (৩৫), মো. শহিদুল ইসলাম বুলবুল (৪৫), মো. সোহাগ হাওলাদার (২৩), নিপা বেগম (২৮), মো. সোহাগ মিয়া (২৯), মো. মনির মাতব্বর (২৯) ও সানাউল বেপারী (৪২)।

তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫-৩০৪২), নিপা বেগমের ভ্যানিটি ব্যাগ হতে ৫০ হাজার  টাকা, একটি হাতকড়া, দেশীয় বন্দুক, মোবাইলের সিম, মোবাইল ফোনের সেট, মলম, স্বর্ণালংকার ও ডিবি লেখা লেমিনেটেড কাগজ উদ্ধার করা হয়।

গত ২৮ অগাস্ট পাওয়া একটি অভিযোগের তদন্তে নেমে সাতজনের এই দলটিকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন একসময় ডিবির সোর্স হিসাবে কাজ করতেন।

নিজেকে ডিবির সহকারী কমিশনার পরিচয় দিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল জসিমের এই দলটি।