গাজীপুরে নৌকাবাইচে সংঘর্ষে কিশোর নিহত

গাজীপুরের কড্ডায় নৌকাবাইচের সময় সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 05:39 PM
Updated : 4 Sept 2015, 05:39 PM

নিহত শরীফ হোসেন (১৪) গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার কবির হোসেনের ছেলে।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান জানান, শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের কড্ডা বাজার এলাকায় তুরাগ নদে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ।

নৌকাবাইচ কমিটির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় থাকা শরীফ হোসেন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বাজার এলাকায় তুরাগ নদে বিকেলে ২০-২৫টি নৌকার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বাইচ দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ হাজার হাজার মানুষ।

গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর খোরশেদ আলম সরকারের নেতৃত্বে নৌকা বাইচের আয়োজন হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় মায়ের দোয়া, নিউ বাংলার বাঘ, পিরোজালী একতা সংঘ, নিউ মায়ের দোয়া, নিউ লোকমানম, সোনার তরীসহ ছোট-বড় অনেক নৌকা।