ব্রাহ্মণবাড়িয়ার বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুরে বাসের সঙ্গে সংঘর্ষে এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন, আহত হন একই পবিবারের পাঁচ সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 03:41 PM
Updated : 4 Sept 2015, 03:41 PM

শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম।

নিহত মাইক্রোবাসের চালকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহতদের উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার বাসিন্দা।

সার্জেন্ট জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা থেকে সিলেটের বিয়ানীবাজারমুখী একটি যাত্রীবাহী কোচের সঙ্গে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়।

আহতরা হলেন, অর্জুন পাল (৫০), তার স্ত্রী দীপিকা পাল (৩০), মেয়ে জয়া পাল (২০), ছেলের বউ নন্দিতা পাল (২৮) ও নাতি অভ্রদ্বীপ পাল (৭)।