যুদ্ধাপরাধ মামলার আসামি আমজাদ আলীর মৃত্যু

একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার ময়মনসিংহের ‘রাজাকার’ আমজাদ আলী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 02:50 PM
Updated : 4 Sept 2015, 02:50 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, গত ২৭ অগাস্ট ৯০ বছর বয়সী আমজাদ আলী বুকে ব্যাথা অনুভব করায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করেছিল।

“শুক্রবার বিকাল ৫টার দিকে হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমজাদ আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের তদন্ত চলছিল। তদন্ত চলাকালে গত ১১ অগাস্ট তাকে গ্রেপ্তার করা হয়।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানা জারির পর ওইদিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার কেশরগঞ্জ গ্রাম থেকে আমজাদ এবং ভালুকজান গ্রাম থেকে রিয়াজ উদ্দিন নামের আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করে।

পরদিন ঢাকায় আনার পথে তাদের বহনকারী প্রিজন ভ্যানটি গাজীপুরে দুর্ঘটনায় পড়লে আমজাদ সামান্য আহত হন। হাসপাতালে চিকিৎসা শেষে ওইদিনই দুজনকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল।