শ্লীলতাহানির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 02:26 PM
Updated : 4 Sept 2015, 02:26 PM

আসামি জাহাঙ্গীর তালুকদার উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বলে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান।

জাহাঙ্গীর পালিয়ে গেলেও তার সহযোগী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে ওসি জানান, গত ৩০ অগাস্ট জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী প্রাইভেট পড়া শেষে এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল।

“পথে মেয়েটির আরেক সহপাঠীর মা মেয়েটির সঙ্গে থাকা বান্ধবীকে বিদায় করে দিয়ে মেয়েটিকে জাহাঙ্গীর তালুকদারের বাড়ি নিয়ে যান।

“সেখানে জাহাঙ্গীর মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করেন।”

“ভয়ে কান্নাকাটি শুরু করলে জাহাঙ্গীর মেয়েটিকে কিছু টাকা দিয়ে এবং ভয় দেখিয়ে ঘটনাটি কাউকে না বলতে বলেন।”

ওসি বলেন, মেয়েটি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তার বাবা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন সরদার, ইউপি সদস্য আলেয়া বেগম, হারুন মেম্বারসহ স্থানীয়দের জানান।

বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা সিরাজদিখান থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন বলে জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জমিরউদ্দিন সরদার বলেন, প্রাথমিকভাবে জাহাঙ্গীরের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।