চাঁদপুরে জাল ও পলিথিন জব্দ, পরে ধ্বংস

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযানে জব্দ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও পলিথিন পুড়িয়ে ফেলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 01:49 PM
Updated : 4 Sept 2015, 01:49 PM

চাঁদপুর নৌ-পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালায় নৌ-পুলিশ। শুক্রবার দুপুরে মেঘনার তীরে এগুলো পোড়ানো হয়।

চাঁদপুর নৌ-পুলিশের এসআই মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত ২টায় নৌ-পুলিশ মেঘনা মোহনায় এমভি ফারহান-৩ ও এমভি মানিক-৫ নামের দুইটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায়।

“লঞ্চ দুটি থেকে ৫৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুলিশ।  তবে, ওই সময় কাউকে আটক করা যায়নি।”

এসআই মোশারফ আরও জানান, অপর অভিযানে কোস্ট গার্ড সদস্যরা মেঘনা নদীতে এমভি যুবরাজ, প্রিন্স অব রাসেল ও ফারহান-১ নামের তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে এক হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও দুই লাখ ৭৬ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করে।

কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. নুরুজ্জামান শেখ জানান, জব্দ করা জাল শুক্রবার দুপুরে ডাকাতিয়া নদীর তীরে পুড়িয়ে ফেলা হয় এবং পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়।

জাল পোড়ানোর সময় নৌ-পুলিশের অতিরিক্ত সুপার মো. নুরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতিত ছিলেন।