সাইবার অপরাধ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ: ইনু

ডিজিটাল বাংলাদেশ গড়তে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও মাতৃভাষায় ইন্টারনেটের ব্যবহার কাজে লাগানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 11:34 AM
Updated : 4 Sept 2015, 11:34 AM

এছাড়া গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য দূর করতে সকল মানুষের জন্য ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

শুক্রবার দুপুরে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৭ম জাতীয় আইসিটি মেলা উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী।

উপাচার্য অধ্যাপক এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউটি কম্পিউটার সোসাইটির চিফ প্যাট্রন অধ্যাপক মো. আব্দুল মোত্তালিব ও মডারেটর আবু রায়হান মোস্তফা কামাল।

মেলায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট এক হাজার ৭৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।