ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খালের মধ্য দিয়ে টাঙানো সেচের বৈদ্যুতিক তারে নৌকা আটকে স্পৃষ্ট হয়ে এক আরোহীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও চারজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 08:45 AM
Updated : 4 Sept 2015, 08:45 AM

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বীরগাঁও ইউনিয়নের থানাকান্দি খালে এ দুর্ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ জানান।

নিহতের নাম কামাল হোসেন (৩৫)। আহতরা হলেন- জিয়াউর রহমান (৩৫), গোলাম হোসেন (৩৮), রিপন মিয়া (২৫) ও সোহেল মিয়া (২৫)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান জানান, হতাহতরা পেশায় শ্রমিক। সবার বাড়ি ওই ইউনিয়নের কিশোরপুর গ্রামে।

সকালে এই পাঁচজনসহ অন্তত ১১জন শ্রমিক নৌকায় করে বীরগাঁও থেকে থানাকান্দি খাল পার হয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।

“খালের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেচের জন্যে টাঙানো খুঁটির তারে তাদের নৌকা আটকে যায়। এ সময় নৌকার ছাউনীর উপর বসে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই কামাল মারা যান।”

পরে গ্রামবাসী আহতদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

চেয়ারম্যান বলেন, খালে পানি বেড়ে যাওয়ার কারণে নৌকার ছাউনি তারে জড়িয়ে যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ইয়াহিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। খোঁজ খবর নিচ্ছেন।