বৈদ্যুতিক তার ছিঁড়ে লেগুনায়, ৬ আরোহী হাসপাতালে

রাজধানীর মোহাম্মদপুরে একটি চলন্ত লেগুনার উপর বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে বেশ কয়েকজন আরোহী স্পৃষ্ট হয়েছেন, যাদের ছয়জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 08:33 AM
Updated : 4 Sept 2015, 06:28 PM

শুক্রবার বেলা ১১টার দিকে মোহাম্মদপুর কৃষি মর্কেটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান।

ঘটনার পর আহত চারজন নারী ও চারজন পুরুষকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

এরা হলেন-শিবলী নোমান (৩০), লিটু (২২), শামীম রহমান (৫৫), ওয়াহিদ হোসেন (১৪), সালমা আক্তার (২০), নূরজাহান বেগম (৪০), ফাতেমা (২৭) ও নাসরিন আক্তার (১৮)।

পরে শামীম ও ওয়াহিদ হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যায় বলে রাত ১০টার দিকে মোহাম্মদপুর থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান।

তাদের আগে ওই লেগুনার আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যায় বলে উপ-কমিশনার বিপ্লব জানান।

চিকিৎসাধীন ছয়জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার বলেন, “সকালে চলন্ত অবস্থায় লেগুনাটির উপর একটি তার ছিঁড়ে পড়লে যাত্রীরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তার আগেই বিদ্যুতের লোকজন এসে তারটি সরিয়ে নেয়।”