আটক আরাকান আর্মি সদস্যের আদালতে স্বীকারোক্তি

রাঙামাটির রাজস্থলীতে আটক মিয়ানমানের বিছিন্নতাবাদী আরাকান আর্মির সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 02:46 PM
Updated : 3 Sept 2015, 02:46 PM

রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সিআর পাল জানান, অং ওয়েন রাখাইন বৃহস্পতিবার রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী মোহাম্মদ মহসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি আরাকান আর্মির সদস্য বলে স্বীকার করেছেন এবং কিভাবে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ ও কোথায় চিকিৎসা নিয়েছেন তাও জানিয়েছেন বলে এসপি জানান।

তিনি বলেন, এছাড়া আশ্রয়দাতা ডা. রানিন সোয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন অং ওয়েন।

এছাড়া রিমান্ডে তিনি অনেক ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন যা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না, বলেন এ পুলিশ কর্মকর্তা।

ডা. রানিনের বাড়ির দুই তত্ত্বাবধায়ককে অবৈধ অনুপ্রবেশের মামলায় আরও ৩ দিন রিমান্ডে নিয়েছে পুলিশ।  

সহকারী পুলিশ সুপার সিআর পাল জানান, একই আদালত পলাতক আসামি ডা. রানিন সোয়ের বাড়ি থেকে আটক দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে।

তারা প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে যে তথ্য দিয়েছে যাচাই-বাছাই করে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার রাজস্থলীতে ডা. রানিন সোয়ের বাড়ি থেকে মায়ানমানের বিছিন্নতাবাদী আরাকান আর্মির সহযোগী সদস্য অং ওয়েন রাখাইনকে এবং শুক্রবার বাড়ির দুই কেয়ারটেকার মংচু অং মারমা ও চুইস অং মারমাকে যৌথ বাহিনী আটক করে।

এ ঘটনায় শুক্রবার রাতে বাড়ির মালিকসহ চার জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশি নাগরিক আইনে রাজস্থলী থানায় দুটি মামলা করা হয়।