বিজিবি-চোরাকারবারি সংঘর্ষের ঘটনায় মামলা

বেনাপোলে চোরাচালান পণ্য আটককে কেন্দ্র করে বিজিবি ও চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 02:36 PM
Updated : 3 Sept 2015, 02:36 PM

বৃহস্পতিবার যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের হাবিলদার নাইমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে জানান বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান।

মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর কোম্পানির সুবেদার গিয়াস উদ্দিন বলেন, “চোরাচালান পণ্য আটকের পর যারা বিজিবির উপর হামলা করে সেগুলো ছিনিয়ে নেয় তাদেরই আসামি করে মামলা করা হয়েছে।”

বুধবার দুপুরে বেনাপোল রেলস্টেশন এলাকায় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবির নায়েক নাইমুর রহমানসহ চার জন আহত হয়।