ইয়াবাসহ শিক্ষক গ্রেপ্তার, পরে বহিষ্কার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে গ্রেপ্তার এক স্কুলের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 01:16 PM
Updated : 3 Sept 2015, 01:16 PM

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্কুল পরিচালনা পর্ষদের বৈঠকে নেওয়া এই সিধান্তের কথা জানান পর্ষদের সভাপতি মহিউদ্দিন বিশ্বাস।

গ্রেপ্তারকৃত মোকলেছুর রহমান (৪২) বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বোয়ালিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ মোকলেছুর রহমানকে ২৮৭টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

“তিনি দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে শহরে বিক্রি করতেন।”

সহযোগী শামীম আহমেদকে গ্রেপ্তার ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানান তিনি।

স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি মহিউদ্দিন বিশ্বাস জানান, “প্রধান শিক্ষক মোকলেছুরের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগ ছিল।

“র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর বিষয়টি সবার সামনে এলে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।”

তাকে স্থায়ী বহিষ্কারের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিন্টুসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।