পাবনায় গণপিটুনির ঘটনায় গ্রেপ্তাররা রিমান্ডে

পাবনার সাঁথিয়ায় ছেলেধরা সন্দেহে পিটুনিতে তিন জন হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 12:43 PM
Updated : 3 Sept 2015, 12:43 PM

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, বৃহস্পতিবার পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ কে এম রওশন জাহান এ আদেশ দেন।

তিনি বলেন, আসামিদের আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করলে আদালত দুই দিন মঞ্জুর করে।‍

গত ২৫ অগাস্ট পাবনার সাঁথিয়ার সিএন্ডবি বাজারের চতুরহাটে ছেলেধরার গুজব ছড়িয়ে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে জনতা।

ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ৩/৪ হাজার ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ দেখে গত ৩০ অগাস্ট জড়িত সন্দেহে ছয় জনকে আটক করা হয়।

পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন খোকন সরদার, আহসান হাবীব আছান, সুজন দাশ, বিশু চন্দ্র দাশ, লিটন দাশ ও আবু বক্কার সিদ্দিক।