লাজ ফার্মাকে জরিমানা

অনুমোদনহীন ওষুধ পাওয়ায় লাজ ফার্মাকে চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 12:25 PM
Updated : 3 Sept 2015, 12:25 PM

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাজ ফার্মার পাশের তাজরীন ফার্মেসিকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ পথে আসা ব্যথানাশক বিভিন্ন ওষুধ দোকান দুটিতে বিক্রি হচ্ছিল।

ওষুধ প্রশাসনের অনুমোদনহীন এসব ওষুধ বাংলাদেশে আমদানি নিষিদ্ধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ বলেন, “পরিচালিত অভিযানে লাজ ফার্মাকে চার লাখ টাকা এবং তাজরীন ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।”

খুচরা ওষুধ বিক্রেতাদের মধ্যে বাংলাদেশের অন্যতম বড় কোম্পানি লাজ ফার্মা লিমিটেড। কলাবাগান ছাড়াও আরও কয়েকটি শাখা রয়েছে তাদের।