সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 12:16 PM
Updated : 3 Sept 2015, 12:16 PM

বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় তিনি আহত হলেও পালিয়ে আসতে পেরেছেন বলে বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম জানান।

আহত মো. কোতোয়াল (৪০) বালিয়াডাঙ্গীর আমাজোনখোর ইউনিয়নের চরুইগাতি গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

ওসি বলেন, “কোতোয়াল একজন মাদক চোরাকারবারি ও ভারতীয় সীমান্তের অবৈধ ব্যবসায়ী।

“তার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে।”

আমাজোনখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, “মাদক চোরাকারবারির একটি দল বাংলাদেশের বেউরঝারি ক্যাম্প দিয়ে কাঁটাতার কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফের একটি টহল দল তাদের উপর গুলি চালায়।”

“এতে কোতোয়াল আহত হলেও সঙ্গীদের কেউ আহত হননি। তারা সবাই পালিয়ে আসতে সক্ষম হন।”

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল কাশেম বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে হাঁটুর নিচে গুলি নিয়ে এক ব্যক্তি জরুরি বিভাগে আসেন। তবে অস্ত্রোপচার শেষ হওয়ার আগেই তিনি পালিয়ে যান।”

কতোয়ালের বাবা খায়রুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার দিকে তার ছেলেসহ ১০/১২ জন গরু কিনতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ গুলি করে। এতে তার ছেলে আহত হন।

তবে কোতোয়াল কোথায় আছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান তিনি।