প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন সৌদি দূতের সাক্ষাৎ

সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে পরিচিত হয়ে মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 11:00 AM
Updated : 3 Sept 2015, 11:00 AM

ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আসা আবদুল্লাহ এইচ এম আলমুতাইরি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। তিনি আবদুল্লাহ আল নাসের আলবুশাইরির স্থলাভিষিক্ত হয়েছেন। 

প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরবের রাষ্ট্রদূতকে শেখ হাসিনা বলেছেন, মুসলিম দেশগুলোর সমস্যা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।যেন অন্য কোনো দেশ সুযোগ নিতে না পারে।

প্রধানমন্ত্রী সৌদি আরবের মসজিদে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনায় শোকও প্রকাশ করেন বলে তার প্রেস সচিব ইহসানুল হক সাংবাদিকদের জানিয়েছেন।  

“সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সন্ত্রাসই হচ্ছে তাদের ধর্ম,” শেখ হাসিনার এই কথার পর আলমুতাইরি বলেন, ইসলাম এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।

সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনের সময়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

দুই মুসলিম দেশের সম্পর্ক আরও গাঢ় হবে বলে আশা প্রকাশ করেন নতুন সৌদি রাষ্ট্রদূত।

মক্কায় সংস্কার কাজ শেষ হলে প্রতি বছরে ৬০ লাখ মুসলিম হজ করতে পারবে বলেও শেখ হাসিনাকে জানান সৌদি রাষ্ট্রদূত।

বর্তমানে সারাবিশ্ব থেকে ২৫ লাখের মতো মানুষ প্রতিবছর হজ করতে সৌদি আরব যাওয়ার সুযোগ পান। বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন ১ লাখের বেশি মুসলিম।