পাহাড়িদের কৃষ্টি বজায় রাখুন: প্রধান বিচারপতি

পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার-কৃষ্টি-সংস্কৃতি বজায় রেখে বিচারিক কাজ পরিচালনা করতে বিচারক ও আইনজীবীদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 10:26 AM
Updated : 3 Sept 2015, 11:52 AM

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারে আসার পর বহু কষ্টে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়েছে।

“চুক্তি পরবর্তী সময়ে তিন পার্বত্য জেলায় সাংবিধানিকভাবে পাহাড়ের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

“দেশের নাগরিক হিসেবে পাহাড়ের মানুষের ভাগ্যোন্নয়ন হবে না- এটি আমি বিশ্বাস করি না।”

খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিচার কাজের সুবিধার্থে বিচারক স্বল্পতার দ্রুত সমাধান, আদালত বাড়ানো এবং মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণের আশ্বাস দেন প্রধান বিচারপতি।

সভায় অন্যদের মধ্যে খাগড়াছড়ি আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, অ্যাডভোকেট নাছির উদ্দীন, অ্যাডভোকেট কামাল উদ্দীন মজুমদার, অ্যাডভোকেট খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সকালে খাগড়াছড়ি পৌঁছলে সার্কিট হাউসে প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি সুসজ্জিত দল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে গার্ড অব অনার প্রদান করে।

ওই সময় জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মজিদ আলী উপস্থিত ছিলেন।

এরপর জেলা জজ ও মুখ্য বিচারিক হাকিম আদালত পরিদর্শন করেন প্রধন বিচারপতি। পরে জেলা ও দায়রা জজ ইমামুল হকের আদালতে নিয়মিত মামলার বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেশাল অফিসার বেগম হোসনে আরা আকতার, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে চলতি বছরের ১৭ জানুয়ারি শপথ নেন সুরেন্দ্র কুমার সিনহা।  দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি খাগড়াছড়ি সফরে আসেন।