নোয়াখালীতে ২ ‘ডাকাতকে’ পিটুনি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির অভিযোগে দুই জনকে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।  

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 09:11 AM
Updated : 3 Sept 2015, 09:11 AM

বৃহস্পতিবার ভোর রাতে চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান।

আটকরা হলেন- একই ইউনিয়নের আবদুর রহিম বাবুল (৪৫) ও সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মপুর গ্রামের সুমন হোসেন (২০)।

স্থানীয়রা জানান, ভোর ৩টার দিকে বাবুল ও সুমনসহ ৭/৮ জনের ডাকাতদল গ্রামের ওবায়দুল হকের বাড়িতে ডাকাতি করতে এসেছিল।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি সাজেদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা ওবায়দুলের ঘরের গ্রিল কেটে ভিতরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালাচ্ছিল।

“বিষয়টি গ্রামবাসী টের পেয়ে একজোট হয়ে ডাকাতদলটিকে ঘেরাও করে।

“এক পর্যায়ে বাবুল ও সুমনকে ধরে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।”

অন্য ডাকাতরা পালিয়ে যায় বলে জানান তিনি।

ওসি বলেন, পিটুনিতে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

তবে, লুট হওয়া মালামাল তাদের কাছে পাওয়া যায়নি বলে ওসি জানান।