ঈদে রেলের আগাম টিকেট ১৫ সেপ্টেম্বর থেকে

কোরবানির ঈদ সামনে রেখে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 08:26 AM
Updated : 3 Sept 2015, 12:47 PM

বৃহস্পতিবার রেলভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মুজিবুল হক জানান, এবার যাত্রীরা পাঁচ দিনের আগাম টিকেট কিনতে পারবেন।

১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকেট; ১৬ সেপ্টেম্বর বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের যাত্রার টিকেট।

একইভাবে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকেট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ।

ঈদের পর রাজশাহী, খুলনা, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও ফিরতি যাত্রার অগ্রিম টিকেট পাওয়া যাবে।

২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকেট।

মন্ত্রী জানান, প্রতিবারের মত এবারও প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকেট ফেরত নেওয়া হবে না।

ঈদ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক

রেলমন্ত্রী বলেন, এ বছর ঈদের আগে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর তিন দিন ও ঈদের পরে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাতদিন পাঁচ জোড়া ‘স্পেশাল’ ট্রেন চলবে। আর ঈদের দিন শোলাকিয়ায় যাওয়া-আসা করবে দুটি বিশেষ ট্রেন।

‘স্পেশাল’ ট্রেনগুলোর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ঢাকা-দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল ১ ও ২ চট্রগ্রাম-চাঁদপুর, পার্বতীপুর স্পেশাল ঢাকা-পার্বতীপুর এবং খুলনা স্পেশাল ঢাকা-খুলনা রুটে চলাচল করবে।

“ঈদে যাত্রীদের যাওয়া-আসা নির্বিঘ্ন করতে ২০ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে,” বলেন মন্ত্রী।

তিনি জানান, ঈদ উপলক্ষে রেল বহরের নিয়মিত ৮৮৬ টি কোচের সঙ্গে ১৩৮টি যাত্রীবাহী কোচ যুক্ত করা হবে। আর নিয়মিত চলাচলকারী ১৯৯টি ইঞ্জিনের সঙ্গে আরও ২৫টি ইঞ্জিন যুক্ত করা হবে।

দুর্ঘটনা ও রেলে নাশকতা ঠেকাতে রেলওয়ে ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে বলেও জানান রেলমন্ত্রী।