ব্যাংক থেকে ৯ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

জালিয়াতির মাধ্যমে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 08:04 AM
Updated : 3 Sept 2015, 11:07 AM

প্রায় দুই মাস অনুসন্ধানের পর বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর এলাকা থেকে সিদ্দিকুর রহমান (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার ইয়াসির আরাফাত জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০১০ সালে সিদ্দিক এনসিসি ব্যাংকের এনআরবি শাখায় ডেটা অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি বিদেশি মুদ্রার বাজার দর বেশি দেখিয়ে ৮ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ করেন, যা পরে বাংলাদেশ ব্যাংকের অডিটে ধরা পড়ে।”

চলতি বছরের শুরু থেকেই সিদ্দিকুর লাপাত্তা ছিলেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

ওই ঘটনায় এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ থানায় জিডি করার পর র‌্যাব সিদ্দিকের বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ইয়াসির।