সাতক্ষীরা সীমান্তে ট্রাক ভরতি ইলিশ আটক

সাতক্ষীরার আলীপুর এলাকায় ট্রাক ভরতি ইলিশ মাছ আটক করা হয়েছে, যেগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে দাবি বিজিবির।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 07:00 AM
Updated : 3 Sept 2015, 07:00 AM

বৃহস্পতিবার ভোমরা সীমান্তের আলিপুর চেকপোস্ট এলাকায় এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাক ভরতি ইলিশ মাছ আনার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

“ইলিশ মাছ ভরতি ট্রাকটি থামানো হলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।”

তিনিন বলেন, পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি চালিয়ে ৩৫টি কার্টনে রাখা দেড় হাজার কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে।

ট্রাকসহ মাছগুলো বিজিবি সাতক্ষীরা শহরতলীর তালতলাস্থ ৩৮ ব্যাটেলিয়ন সদর দপ্তরে নিয়ে গেছে বলে জানান তিনি।