খাগড়াছড়িতে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ২

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গলায় রশি পেঁচানো এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি প্রতিবেশিদের কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় খুন হয়েছেন বলে অভিযোগ পরিবারের।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 06:19 AM
Updated : 3 Sept 2015, 11:45 AM

বৃহস্পতিবার সকালে এক নম্বর মানিকছড়ি ইউনিয়নের হারুলবিল এলাকায় আবদুল মতিনের (৯০) লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে মানিকছড়ি থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে ঊষা মং মারমা ও রিপ্রু চাই মারমা নামে দুই প্রতিবেশিকে আটক করা হয়েছে।

রাতে মতিন একাই বাড়িতে ছিলেন। তার ছেলে আলী হোসেন থাকেন উপজেলা সদরে।  

সম্ভবত গভীর রাতে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়ে ওসি শফিকুল বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হোসেনই পুলিশে খবর দেন।

হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, “আটক ঊষা ও রিপ্রুসহ কয়েকজন আদিবাসী কিছুদিন আগে মতিনের আট একর জমি কিনতে চেয়েছিলেন। মতিন জমির দাম ১২ লাখ টাকা চেয়েছিলেন।

“ক্রেতারা দাম কম বলায় মতিন জমি বিক্রিতে রাজি হননি। পরে তারা মতিনকে ভয়ভীতি দেখিয়েছিল বলে জানিয়েছেন আলী হোসেন।”

তবে বৃদ্ধকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় অভিযোগ করা হয়নি বলে জানান ওসি।

মতিনের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।